না-ফেরার নেপথ্যে
না-ফেরার নেপথ্যে
ফেরার মত ঠিকানা রাখে নি কেউ
ঘরের বাইরে দাঁড়িয়ে থেকেছি বহুকাল
দরজার ওপারে চন্দন গন্ধ শৌখিন পরিপাটি
কান পেতে শুনি সে ভালোবাসার গল্প
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভাগ্যের দায় নতজানু হয়ে স্বীকার করেছি অবশেষে .....
নীরবে প্রস্তরীভূত হতে দেখেছি স্বপ্নের কঙ্কাল,
তারপরে! আমারই শবদেহ কাঁধে তুলে হেঁটে চলে গেছি সীমান্ত.....
দুঃখ নামক সে ইতিহাস ;
থেকে থেকে জেগে ওঠে দ্বৈপায়ন-রূপে
বিসর্জন দিতে গিয়ে কাঠামো - -
ভেসে যায় নৈবেদ্যর জীবন্ত শোক ।