মুক্তি
মুক্তি
বন্ধ হৃদয়দুয়ার খুলব এবার,
নিজেকে দেবো মুক্তি।
সব বন্ধন ছিঁড়ে যাবে,
মন পাবে শান্তি।
ক্ষনিকের এই জীবন যাত্ৰা,
সুখ-দুঃখ দিয়ে ভরা,
হঠাৎ হয় শুরু,
আর নিমেষেই হয় সারা।
নেই কোন চাওয়া-পাওয়ার শেষ,
থেকে যায় শুধুই রেশ।
চলে কেবল যোগ-বিয়োগের খেলা,
শেষে কোন কিছুর হিসাব মেলেনা।
আজ সব হিসাবের হবে অবসান,
মুক্ত হবে মন,
উন্মুক্ত হবে প্রাণ।
মেলবো আমি ডানা,
সব বাঁধন ছাড়া,
কে ধরবে আমায়,
আমি হব অধরা।
কোন দুঃখ পাবেনা আমায় ছুঁতে,
আর কেউ পাবেনা আমায় খুঁজে।
পক্ষীরাজ ঘোড়ায় চেপে উড়বো আমি আকাশে,
তারাদের সাথে করব সন্ধি, ভাসবো আমি বাতাসে।
এভাবেই ধীরে ধীরে মুছে যাবে আমার অস্তিত্ব,
চেনা হৃদয়গুলোকে করব আমি রিক্ত।
যারা আমায় ভালোবাসে,
আসব আমি তাঁদের মনের মাঝে।
বুঝবে যারা আমার মনের ব্যথা,
তাঁদের কাছেই মূল্য পাবে আমার জীবনের ইতিকথা।
