STORYMIRROR

Indrani Bhattacharyya

Drama Classics Inspirational

2  

Indrani Bhattacharyya

Drama Classics Inspirational

মুখোশের আড়ালে

মুখোশের আড়ালে

1 min
1.1K


ভাবছো বুঝি, কষ্ট খুব,

শরীর হয়েছে বিকল।

মুখোশ এঁটে নাকের পরে,

ঠেকাচ্ছি সংক্রমণ।

 

তবেই বলি ঠকেছ তোমরা,

এটি এখনের ছবি নয় মোটে।

আমাজনের জঙ্গল পুড়েছিল যখন,

মুখোশ পড়েছিলাম কষ্টে।


এখন তো আমি দিব্যি আছি,

সবুজ এসেছে ফিরে।

মানুষ পেয়েছে উচিত শিক্ষা,

কি হবে দুঃখ করে?


সভ্যতার নামে দোহাই দিয়ে

করেছ অনেক অন্যায়।

প্রকৃতি নিয়েছে তারই প্রতিশোধ,

এ যে তোমাদেরই দায়।


সময় আছে এখনো হাতে

যদি বাঁচতে চাও,

মানুষে মানুষে ভেদাভেদ ভুলে

আমার পাশে দাঁড়াও।


নতুন করে শুরু করো সব,

ভুলে শ্রেষ্ঠত্বের দম্ভ।

না হলে অচিরেই আসবে প্রলয়

দেখবে শেষের আরম্ভ।






రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Drama