STORYMIRROR

Anorghya Gangopadhyay

Classics

2  

Anorghya Gangopadhyay

Classics

মুহূর্তরা

মুহূর্তরা

1 min
445


হাজারো স্বপ্ল বেঁচে, মরীচিকা হতে হতে

একজোড়া চোখ নজরে রেখেছে তোমায়,

কপালের অলিগলি ভেদ করে যেতে যেতে,

বৃষ্টি দেখেছো বসে ছোট্ট ক্যাফেটেরিয়ায়!


একপাশে কবি অন্যপারে কবিতার ছন্দ,

দুই মিলে অন্তমিলের শেষে এসেছে দ্বন্দ,

এক পাশে পাহাড় অন্যপাশে মনের মত খাঁদ-

ঘোর অমাবস্যায় পেতেছো কি তুমি ফাঁদ ?


সবাই তোমার সাথে যেতে চায় বহুদূরে-

তুমি বরং খুব কাছেই এসে দাঁড়িয়ো আমার,

মুহুর্ত তৈরি করতে পারি? যদি তুমি চাও?

“যদি এক মুহুর্তের জন্যও চাও, সেটাই সত্যি”



Rate this content
Log in