ওই মেয়েটা
ওই মেয়েটা


বসেই ছিলাম চা-এর কাপে, পেপার ভাজে
কলরবের পাখির ডাকে, পাশের বাড়ির ঘুমের সাথে
আমার জন্য অনেক রোদ, পুড়িয়ে দিচ্ছে জীবন খোঁজ
আবার যদি ভাবতে বসি, একগুচ্ছ গল্প শোক
ওই মেয়েটাও জীবন চায়, ওর জন্য থাকুক সব
ওর পা এর নূপুর শব্দ পাহাড় চূড়ায় পৌঁছে যাক।
জেগে বসেই থাকে পাখি, বাসায় তার নেই আহার
আমার চা শেষের পথে, ফেলে দেওয়া পেপার কাপ
এবার তবে যেতেই হবে, যাওয়ার আগে ইচ্ছে তার
আমার শহর আগের মতই ব্যস্ততাতে ভিজতে থাক
ওই মেয়েটাও লুকিয়ে আছে, ওকেই এবার দেখতে চাই
ওকেও সেরম স্নিগ্ধ লাগুক, সূর্য যখন ডুবতে যায়।
উড়তে যেতেই পাখির মত, ঘুম ভেঙ্গে যায় আচমকাই
গরম চা-এর ছ্যাঁকা ঠোটে, মুখ পুড়িয়ে, ভুল বুঝিয়ে
আমায় যেন কেউ চেনেনা, মুখ বন্ধ চিঠির ঢেউ
সবাই যখন একসাথে, হয়তো তখনো একলা কেউ
ওই মেয়েটাও জীবন চায়, ওর ও কিছু ইচ্ছে হয়
ব্যক্তি গত বৃষ্টি গুলো মেঘ হয়ে তার উড়তে চায়।