স্নিগ্ধতা
স্নিগ্ধতা


হঠাৎ করে বৃষ্টি ভেজা শহর,
আমার শহরও ভিজতে থাকে,ব্যস্ততাতে
মিশে যেতে চায় হাতগুলো তাই,
ঝড়ের দেওয়া আদরেতে, চাদরেতে!
নাও এই স্নিগ্ধতা নাও
নাও এই স্নিগ্ধতা নাও
ভিজে গেছে সব চিঠির পাতা
ভিজে গেছে তৃষ্ণার্ত ঠোঁট
ভিজে গেছে দেখ, তোমার আমার
অহেতুক যত মূল্যবোধ
ধুঁয়ে গেছে সব অভিমান
কাকভেজা হয়ে এক ম্লান
ছোঁয়াচে সব আদরের কাছে
পাখির মতই করছি স্নান
নাও এই স্নিগ্ধতা নাও
নাও এই স্নিগ্ধতা নাও...