বিষণ্ণতা
বিষণ্ণতা


শহুরে বেঁচে থাকা
মৃত গোলাপ পাতা,
লোডশেডিং এর কাঁটা,
এখনো তো কাটেনি!
তুমি আমি চুপ করে
শূন্য এক দুপুরে,
এলোমেলো দিশেহারা
এখনো তো কাটেনি।
এখন আমিও একা
বিষণ্ণতা চাপা,
মৃত মানুষের ভিড়
এখনো তো কাটেনি।
একপেশে অনুভূতি
বিক্ষোভে পাশে থাকে,
দীর্ঘমেয়াদি শুণ্যতা
এখনো তো কাটেনি।