মরু জাহাজের আত্মকথা
মরু জাহাজের আত্মকথা
জানি উষর মরুভূমে জল পাবোনা
তাই কাঁটাগাছ খেয়ে বাঁচি,
মরিচিকা দেখে কোথা আর ঘুরিফিরি
আপন জীবন মৃত্যুবরণে যাই যাঁচি৷
ওই দুরে যবে ধুলি ঝড় ধেয়ে আসে
চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা করি বন্ধ,
সময়ের প্রতিক্ষায় কাটাতে প্রহর
মনে কভু জাগে না দ্বিধাদন্দ্ব৷
তখন শুধু মরুদ্যান খুঁজি মরু পথে
জীবনটাকে বাঁধতে তারি ছায়াকোলে,
এমন জীবনেও মনবিলাসী আনন্দ
বারেবারে, এ মনেতে খুশিরই ঢেউ তোলে৷
