STORYMIRROR

Abhijit Halder

Classics

4  

Abhijit Halder

Classics

মৃত্যু চোখ

মৃত্যু চোখ

1 min
377

মৃতের চোখে ভয়ংকর রাত্রি নামে

শাসনের নামে বঞ্চনা।

আমাদের চলার পথে বিষাক্ত কিটের কাঁটা ছড়ানো হয়েছে বুকের বসতবাড়িতে ।

পোড়ানো হয়েছে হৃদপিণ্ড হাতের সাথে আরেকটি হাতকে বেঁধে দিয়ে।

আমাদেরকে পদমিছিলের জনজোয়ারে শামিল করা হয়েছে।

যারা মৃত্যু মাড়িয়ে এগিয়ে গেছে

তাঁদের মধ্যে আমি একজন নাগরিক রঙবেরঙের ঠিকানা অপরিচিত

এটা নস্টালজিক পৃথিবীর মৃত চোখের মতো।


Rate this content
Log in

Similar bengali poem from Classics