STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

মৃত বাড়ির গল্প

মৃত বাড়ির গল্প

1 min
185



এক সময় ছিল সব প্রতাপী এবং

শক্তিশালী রাজার রাজত্ব,

এখন সেই সব রাজবাড়ী মৃত!

নেই সেখানে আর মানুষের সমারোহ,

সেখানে চলেনা আর উৎসব অহরহ।

উঠোন প্রাঙ্গনে জ্বলেনা সন্ধ‍্যা প্রদীপ

বাজেনা কাসর ঘন্টা,

এখন চারিদিক জুড়ে বিরাজ করে

নিকষ কালো অন্ধকার আর

গভীর শূন্যতা।

হারিয়ে গেছে বাড়ির সব জৌলুস,

এখন চারিদিক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে

রয়েছে ধ্বংসস্তূপ।

রাজা এবং তার রাজত্ব আজ হারিয়ে

গেছে সময়ের অতল গভীরে,

এখন সবকিছু বেঁচে আছে পুরনো

কাহিনী আর স্মৃতি ভীড়ে।





Rate this content
Log in

Similar bengali poem from Abstract