মৃৎশিল্পী
মৃৎশিল্পী


মাটির বড় কাছাকাছি তারা, মাটিতেই রুটিরুজি৷
মাটি প্রাণ পায় তাদের হাতেই; 'কুমোর' নামেতে খুঁজি৷
প্রদীপের নিচে পিলসুজসম তাদের অবস্হান৷
মাটিমাখা হাতে পাওয়া হয় না যে যথাযথ সম্মান৷
চাকা ঘুরে ঘুরে আকৃতি পায় মাটির পাত্র যত৷
সৃজনশীলতা প্রলেপ দিলো কি শরীর-মনের ক্ষত ?
পরম্পরায় সৃজনশীলতা, কুমোরের পরিচয়৷
আধুনিকতার প্রযুক্তিতে কাজ হারানোর ভয়!
তবু মাটি ঘিরে, পরিবার নিয়ে অবুঝ স্বপ্ন বোনা৷
মাটি দিয়ে গড়া শিল্পসৃজন শিল্পীর হাতে সোনা৷