মোর হৃদয়ে দিও ভরায়ে
মোর হৃদয়ে দিও ভরায়ে


মোর হৃদয়ে দিও ভরায়ে
তোমার প্রেমের বরিষনে
বৈতরিনী যাবে ধেয়ে
অনন্তেরই টানে
তার জোয়ার-ভাঁটার ঐকতানে
মন সমীর কয় কানে কানে
বিরহ, ব্যথিত, জ্বালায়
হতাশা আর গঞ্জনা সয়ে
আমি যে রিক্ত
অস্থি-চর্মহীন
অনাদিকালের যাত্রাপথে
দিয়াছি শুধু বারে বারে
মায়া-মোহজাল অন্তরে
তাইতো তোমার মেলেনি দেখা
যে তোমারে ডাকে সদা
ত্যাগের পথে দাঁড়িয়ে থেকে
ভোগের পথে ভুলিয়ে রেখে
প্রেমের মাঝে মিলন আশায়
বাসা বাঁধে অন্তরে