মোকাবিলা
মোকাবিলা
চেতন-অবচেতনে নিহিত এই সমগ্র অস্তিত্বের সারাৎসার,
বিশুদ্ধ ভাবলোক থেকে পা রাখি বাস্তবতার রুক্ষ মাটিতে,
মনের গহনে সহসা একটা প্রচন্ড ঝড়ের হই মুখোমুখি -
নৃশংস বীভৎসতায় ছন্নছাড়া হয়ে পড়ি প্রতিটা মুহূর্তে!
আপোসহীন যাপনচিত্রে মোকাবিলা করে চলি তীব্রতার,
জীবনের পরিহাসে মুখটা ক্রমে ভাবলেশহীন হয়ে পড়ে,
হেমলক আঁধারের মাঝে থমকে দাঁড়ায় স্বপ্নভঙ্গের প্রহর;
চেতনাকে আলোড়িত করার মতো শক্তি জোগায় সাহস,
আসলে জ্বলে উঠতে গেলে কিন্তু পুড়তেও জানতে হয়,
দাবানলে ছারখার অরণ্যদের গল্প শোনায় টেরাকোটা;
শেষ পাতার ব্যথা বুকে চেপে কালজয়ী হয় উপন্যাসরা,
তারা জানে, চরিত্রদের জন্মান্তর হয় প্রাত্যহিক জীবনে -
ঝড়ের সাথে আমরা রোজ মনে মনে অভিসারে মাতি,
অভ্যস্ত উন্মাদ আর্তনাদে মোকাবিলা করি দুঃশাসনের;
অবশেষে বিশৃঙ্খল পরিস্থিতির অবসানে যবনিকা পতন,
ক্লান্ত প্রহর শেষে নেমে আসে একমুঠো স্নিগ্ধ স্বস্তির সন্ধ্যা।