The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

Priyanka Bhuiya

Classics

5.0  

Priyanka Bhuiya

Classics

মোকাবিলা

মোকাবিলা

1 min
725


চেতন-অবচেতনে নিহিত এই সমগ্র অস্তিত্বের সারাৎসার,

বিশুদ্ধ ভাবলোক থেকে পা রাখি বাস্তবতার রুক্ষ মাটিতে,

মনের গহনে সহসা একটা প্রচন্ড ঝড়ের হই মুখোমুখি -

নৃশংস বীভৎসতায় ছন্নছাড়া হয়ে পড়ি প্রতিটা মুহূর্তে!

আপোসহীন যাপনচিত্রে মোকাবিলা করে চলি তীব্রতার,

জীবনের পরিহাসে মুখটা ক্রমে ভাবলেশহীন হয়ে পড়ে,

হেমলক আঁধারের মাঝে থমকে দাঁড়ায় স্বপ্নভঙ্গের প্রহর;

চেতনাকে আলোড়িত করার মতো শক্তি জোগায় সাহস,

আসলে জ্বলে উঠতে গেলে কিন্তু পুড়তেও জানতে হয়,

দাবানলে ছারখার অরণ্যদের গল্প শোনায় টেরাকোটা;

শেষ পাতার ব্যথা বুকে চেপে কালজয়ী হয় উপন্যাসরা,

তারা জানে, চরিত্রদের জন্মান্তর হয় প্রাত্যহিক জীবনে -

ঝড়ের সাথে আমরা রোজ মনে মনে অভিসারে মাতি,

অভ্যস্ত উন্মাদ আর্তনাদে মোকাবিলা করি দুঃশাসনের;

অবশেষে বিশৃঙ্খল পরিস্থিতির অবসানে যবনিকা পতন,

ক্লান্ত প্রহর শেষে নেমে আসে একমুঠো স্নিগ্ধ স্বস্তির সন্ধ্যা।


Rate this content
Log in

More bengali poem from Priyanka Bhuiya

Similar bengali poem from Classics