মনের সঙ্গী
মনের সঙ্গী
উদাসী মন চায়
নির্জন দুপুর,
প্রেমহীন জীবন
বড়ই বেদনাবিধুর।
প্রেম দিয়েছিল
উঁকি একবার,
তখন বন্ধ ছিল
মনের দখিনা দুয়ার।
নীরব আঘাতে
সে নিয়েছিল বিদায়,
জীবনে বসন্তের আর
দেখা মেলেনি তাই!
আজ আবেগ
গেছে হারিয়ে,
মন আনন্দ খুঁজে ফেরে
সকল দ্বারে দ্বারে।
আজ অনুভূতিরা
লাল খামে বন্দী,
আমিই আমার
একার সঙ্গী।

