STORYMIRROR

Abhijit Halder

Fantasy Inspirational

3  

Abhijit Halder

Fantasy Inspirational

মনে পড়ে তবুও

মনে পড়ে তবুও

1 min
186

কেন মনে পড়ে !

তবুও মনে পড়ে তাঁকে

এ অভাবের সংসারে তবুও মনে পড়ে।


আগ্নেয়গিরির লাভা বুকের ভিতর জমে

ভুল নেই কোথাও আঙ্গুলের বয়স জুড়ে

সমস্তটাই অভিমান তবুও তোমার রুপোলি ঠোঁটে

আঙুল ছোঁয়াবো বিনিদ্র রজনী ধরে।



পর্বতারোহীর অভিজ্ঞতা হতে

কৃষকের ফসল ফলানোর চমৎকার কৌশল

সবই আয়ত্ত করবো তোমার চোখের রাস্তা ধরে।

মনে পড়ে তবুও তোমাকেই

এক রাজ্যের মন্ত্রী থেকে ভিনরাজ্যের মন্ত্রীর রাজপ্রাসাদ

বুকের আগুনে পুড়িয়ে সেই ছাই দিয়ে তোমার প্রেমের তাজমহল গড়বো

কাল্পনিক গণিতের দুর্বোধ্য নিয়মে।



বিশাল অট্টালিকা, সমুদ্র , মরু, পাহাড়

নৈরাশ্য বুকের রক্তক্ষরণ হতে

প্রিয় জেনেছি শুধু তোমাকে... শুধু তোমাকে।

প্রতিটি নিঃশ্বাসের দৈর্ঘ্য পেতে তোমার মাথার সিঁথি হতে

প্রেম জাগে... প্রেম জাগে এ হৃদয়ে।

মনে পড়ে তবুও

তোমাকে - তোমাকে - তোমাকে।।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy