মন ফাগুন...
মন ফাগুন...
হৃদয়ে আজ লেগেছে
বসন্তের রঙিন ছোঁয়া,
কল্পনারা আজ বুনছে
স্বপ্নের মায়া জাল,
আবেগ আজ স্রোতস্বিনী নদী,
জোয়ারে মন চলেছে
বেয়ে তুলে খুশির পাল।
ফাগুনের হাওয়া গায়ে মেখে
মন গাইছে প্রেমের গান,
মন আজ ডান মেলে অচীন
দেশে দিচ্ছে পাড়ি,
বদ্ধ মনের গোপন কোনে বন্দী পাখি
পেয়েছে ফিরে আবার মুক্ত প্রান।
সময় কে আজ সাক্ষী রেখে
হারিয়ে যাওয়ার নেই যে কোনো মানা,
মুক্ত মন পেয়েছে খুঁজে
তোমার মনের গোপন কোনের
হারিয়ে যাওয়ার ঠিকানা।
রঙ এর খেলায় মন আজ
উঠেছে মেতে,রং পেন্সিল আর
তুলির টানে চলছে আঁকি বুকি,
মন ক্যানভাসের সাদা পাতায়,
ফুটে উঠছে কেবল তোমারই প্রতিচ্ছবি।
তোমার ঠোঁটের কোনে লেগে আছে
এক চিলতে ভুবন ভোলানো হাসি,
তোমার ঐ হাসির প্রেমেই
আমি পড়ি বারবার,
তোমার তুমি কে আমি
ভীষন ভলোবাসি।
তোমার রাগ, দুঃখ, হাসি, কান্না
নব নব রূপে পরে আমার চোখে ধরা,
তোমার মাঝেই নিজেকে পাই খুঁজে,
আমার আমি ভীষন আগোছালো
তোমাকে ছাড়া।
আমার মন ক্যানভাসে বার বার
ফুঁটে ওঠে শুধুই তোমারই ছবি,
তুমি আমার মনের মেঘলা আকাশ,
মুঠোভরা মুক্তির নিঃশ্বাস,
আর তুমিই মন আকাশের বুকে
ওঠা হাস্যজ্জল রবি।

