STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance

4  

শিপ্রা চক্রবর্তী

Romance

মন ময়ূরী

মন ময়ূরী

1 min
188

এ আমি অন‍্য আমি নেই যে 

আগের মতন,

তোমায় ছাড়া এখন শূন্য

আমার এ জীবন।

শ্রাবনের বর্ষার প্রথম বারিধারায় 

দেখেছিলাম তোমাকে ময়ূরের মত

আনন্দে নাচতে,

মনে মনে চেয়ে ছিলাম ভীষণ ভাবে

তোমার পথের পথিক হয়ে নিজেকে 

তোমার মত সাজাতে।

তুমি আমার মনের ময়ূরী হয়ে নিলে

আমার অন্তরেতে স্থান,

আমি দিতে পাড়িনি তোমাকে 

যোগ্য সম্মান।

কিন্তু মন হাজার চাইলেও সাহস করে

এগিয়ে যেতে পাড়িনি তোমার কাছে!

মস্তিষ্ক বারবার দিয়েছে বাঁধা,

কিন্তু মন! সে তো উদাস পাগোলপারা 

তাই এগিয়ে চলেছে তোমার সাথে।

তোমার পথের থেকে আজ আমার 

পথ হয়েছে ভিন্ন,

কিন্তু আমার অন্তরে যে ভালোবাসার 

শিকড় তুমি দিয়েছ গেঁথে তার মূল 

কখনও হবেনা ছিন্ন।

জানি একদিন আমিই তোমায় দিয়ে

ছিলাম দূরে সরিয়ে,

তোমার ভালোবাসা কে দিয়ে ছিলাম 

অবহেলায় ফিরিয়ে। 

করিনি তোমায় গ্রহন!

তাই তো আজ তুমি অন‍্যের আমি 

শুধুই তোমার প্রাক্তন।


Rate this content
Log in

Similar bengali poem from Romance