STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

2  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

মন কেমনের দিন

মন কেমনের দিন

1 min
298


মন কেমনের সকালে পাখিরা

মধুর সুরে ওঠেনা ডেকে,

ফুলেরা নিজেদের করেনা বিকশিত,

মাটির সোঁদাগন্ধ বয়ে আনে বার্তা,

তাজা হয় স্মৃতির ভীড়ে হারিয়ে

যাওয়া কোন গভীর ক্ষত।

মন কেমনের নির্জন দুপুরে উজ্জ্বল

রবি দেয় মেঘের আড়াল থেকে উঁকি,

বাতাস বয়ে আনে ঠিকানাহীন

উড়ো চিঠি,

মেঘে গর্জে ওঠে বেদনা বিধুর সুরে,

মন খারাপের বৃষ্টি অঝোর ধারায় পড়ে ঝড়ে।

মন কেমনের সন্ধ‍্যায় ওঠেনা

প্রদীপ জ্বলে,

শোনা যায় না শঙ্খের ধ্বনি,

নোনা জলের ঢেউ আছড়ে

পড়ে গালে,

ঝাপসা দুচোখ আঁকতে থাকে

স্বপ্ন এক নতুন আগমনি।

মন কেমনের রাত নিকষ কালো

আঁধারে যেন ঢাকা,

কষ্টের কথা বলতে থাকে আপন

ভাষায় ঝিঁ ঝিঁ পোকা,

উদাসী চোখ খুঁজতে থাকে

মহাকাশের বুকে একফালি

চাঁদ রূপোলি,

তারার তখন মেঘের আড়াল থেকে

খেলে লুকোচুরি।

মন কেমনের ঝড় তীব্র বেগে বয়,

আছড়ে পড়ে মনের মাঝে

দমকা অভিমানে,

আবেগের বন‍্যায় মন হয় বানভাসি,

শুধু রয়ে যায় ধ্বংস চিহ্ন

হৃদয় প্রাঙ্গনে।





Rate this content
Log in

Similar bengali poem from Romance