মন-ঘর
মন-ঘর


অনেক অনেক ঝগড়া একসাথে ক্ষত-বিক্ষত হয়ে কেঁদেকেটে অবশেষে পাশাপাশি বসে কথা বলার অজুহাত খুঁজছে
এখনো রাত জাগা বাকি আছে
এখনো অকারণ ভালোবাসা বাকি আছে
এখনো স্বপ্ন ছুঁয়ে দেখা বাকি আছে
খাঁ খাঁ করছে তপ্ত মন
এখনো আমাদের বৃষ্টি হয়ে ঝরে পড়া বাকি আছে...