মিনি ভারত ২
মিনি ভারত ২


সামাল, সামাল, সামলে খুব,
সাগরজলে ঢেউয়ের টান,
ভারতভুমি দিচ্ছে ডুব,
গঙ্গাসাগরে পুণ্যস্নান।
বাংলা বিহার উড়িষ্যা,
হাত ধরাধরি করে,
কোথাও তো নেই সমস্যা,
ঝগড়া তবে কেন ভারতভূমি ভরে।
চলছে সবাই জোরকদমে,
পুজোর ডালি হাতে,
কপিল মুনির আশ্রমে,
মিলে নানান জাতেপাতে।
বাঙালি মায়ের আঁচল টেনে,
উড়িয়া ছেলে প্রাণ বাঁচায়,
টান বিহারী বাবুর গলার চেনে,
মারাঠি মেয়ে জোর চেঁচায়।
মিনি ভারত ভাসছে দেখো,
বঙ্গোপসাগরের ঘোলা জলে,
বিরাট ভারত দেখে শেখো,
গঙ্গাসাগরে পুণ্যস্নান কাকে বলে।