STORYMIRROR

Taniya Banarjee

Classics

4  

Taniya Banarjee

Classics

ফির বারিষ আয়েগি

ফির বারিষ আয়েগি

1 min
716

চল আলাদীন, ফের সারাদিন

জল ছোঁয়াছুয়ি খেলা,

কাটফাটা রোদ তপ্ত ভূমি --

 বৃষ্টি বিকেলবেলা।


শোন আলাদীন, নির্জলা দিন,

বিকেল এখন কটা?...

পিঠ ঠেকে যায় চিলেকোঠায়.

 সন্ধে বোধহয় ছটা!  


আয় আলাদীন, জ্বর সারে তিন ;

 রোদ মেখেছি প্রচুর --

 মায়াবী অসুখ... আধভেজা সুখ,

 বলি মেঘ মেপেছিস! ... ইলশেগুড়ি কদ্দুর!


Rate this content
Log in

Similar bengali poem from Classics