তোর মতন কেউ নেই
তোর মতন কেউ নেই


তোর মত করে কাব্যি করতে পারি কই বল!!
অমন ঘন' নীল আকাশ, আমার কই!
সাদা দাগ বিহীন ক্যানভাস ও আমার নেই।
নিজেকে আজীবন শূন্যই দিয়ে গেলি !
অথচ কেউ জানতেও পারলোনা তোর কথা।
তোর কবিতা গড়ার কাহিনী, যার প্রতিটা অক্ষর তুই রক্ত মাংসে গড়ে তুলিস,
যার জিওনকাঠি.. মরণকাঠি তোর কলমে।
তার ভালোলাগা, মন্দলাগা, পছন্দের ফুল, গান, রঙ সব তোর নখদর্পনে।
কবিতারা অনশন করলে - শুকতলা খুইয়ে ফেলিস - মুখে জল তুলে দিতে..
তোর পালক স্পর্শ কবিতাকে কবিতা বানায়,
তার দিন-রাত্রি তোর কলমের খোঁচায়।
তবে কেন এমন বিষাদ মাখিস!
জীবন খাতায় শূন্য রাখিস!
আসলে তুই শূন্যে ভাসিস, আমার মেঘের রাজা, আমার বৃষ্টি-যনক, আমার আঁতুর ঘর...
বাঁচবো বলে তাইতো মরি আমরা জাতিস্মর।