ধোঁয়া
ধোঁয়া


শরীর বেয়ে নেমে আসছে বিষন্নতা , তীব্র অন্ধকার ! একঝাঁক দাঁড়কাক খুঁটে খাচ্ছে রসদ! দিকে দিকে পর্ণমোচী স্লোগান সমূহ , অথচ কি আশ্চর্য্য!এখনো... মাথার মধ্যে চলছে শব্দের খেলা ; ওড়ে বেলুন রাশি রাশি , একবুক সুনীল প্রান্তর , পক্ষীরাজ ছোটে ........ দিক শূন্য পুর , তোমার আমার লাল নীল সংসার।