STORYMIRROR

Nurul Hoque

Drama Tragedy

4  

Nurul Hoque

Drama Tragedy

মহাকালের কারাগারে

মহাকালের কারাগারে

1 min
905

কালান্তর ঝড়ে

সমূলে উপড়ে গেছে দিগন্ত বিশারী বৃক্ষ

ভেঙে গেছে শেকড়ের প্রাগৈতিহাসিক 

         পাতাল খোড়া আভিজাত্য 


যে ঘরের অধিপতি ছিল আমার পিতামহ

বাবার সম্রাজ্যে এসে 

      টুকরো টুকরো হয়ে গেল আজ

        সেই সব প্রত্নতাত্ত্বিক বিশ্বাস 

আমাদের একান্নবর্তী ভালোবাসাগুলো 

কবেই ঠাঁই নিয়েছে যাদুঘরে 

আমরা কোনকিছু গড়তে ভুলে গেলেও

ভাঙতে পারি অপলক ঐতিহাসিক স্মৃতির মিনার


বিশ্বাসের পাখিগুলো পালিয়ে গেছে

            অজানা গন্তব্যে অবলীলায় 

আমাদের বিবেক কিংবা বোধ

স্বেচ্ছায় বন্দী হয়ে আছে আজ মহাকালের কারাগারে 


ফিরে যেতে চাই 

ফিরে পেতে চাই সেইসব অনাবিল একান্নবর্তী বিশ্বাস 

পদতলে মাড়িয়ে অশুভ চড়াই খাড়াই

খুঁজে নেব একে একে 

             সব খড়কুটো 

             প্রপিতামহের বাগান 

আর আঙিনায় বেড়ে ওঠা দূর্বাঘাস 


Rate this content
Log in

Similar bengali poem from Drama