মহাকালের কারাগারে
মহাকালের কারাগারে


কালান্তর ঝড়ে
সমূলে উপড়ে গেছে দিগন্ত বিশারী বৃক্ষ
ভেঙে গেছে শেকড়ের প্রাগৈতিহাসিক
পাতাল খোড়া আভিজাত্য
যে ঘরের অধিপতি ছিল আমার পিতামহ
বাবার সম্রাজ্যে এসে
টুকরো টুকরো হয়ে গেল আজ
সেই সব প্রত্নতাত্ত্বিক বিশ্বাস
আমাদের একান্নবর্তী ভালোবাসাগুলো
কবেই ঠাঁই নিয়েছে যাদুঘরে
আমরা কোনকিছু গড়তে ভুলে গেলেও
ভাঙতে পারি অপলক ঐতিহাসিক স্মৃতির মিনার
বিশ্বাসের পাখিগুলো পালিয়ে গেছে
অজানা গন্তব্যে অবলীলায়
আমাদের বিবেক কিংবা বোধ
স্বেচ্ছায় বন্দী হয়ে আছে আজ মহাকালের কারাগারে
ফিরে যেতে চাই
ফিরে পেতে চাই সেইসব অনাবিল একান্নবর্তী বিশ্বাস
পদতলে মাড়িয়ে অশুভ চড়াই খাড়াই
খুঁজে নেব একে একে
সব খড়কুটো
প্রপিতামহের বাগান
আর আঙিনায় বেড়ে ওঠা দূর্বাঘাস