মেতে ওঠো উৎসবে
মেতে ওঠো উৎসবে
টাক ডুমা ডুম বাদ্যি বাজে, ঢাকের কাঠির বোল,
মাঠে ঘাটে হাওয়ার সাথে কাশ গুচ্ছের দোল।
শরতের এই সুনীল আকাশে সাদা মেঘের ভেলা,
প্রকৃতির খুশি শোনায় প্রাণে আগমনীর পালা।
বর্ষা সিক্ত পৃথিবীর বুকে সোনালী রোদের খেলা,
হিল্লোল জাগে শাখায় পাতায়, দিগন্তে সবুজ মেলা।
নব রূপে সাজা প্রকৃতির বুকে রঙের উজল ছোঁয়া,
শিউলি ফুলের সুবাস এনেছে ভোরের স্নিগ্ধ হাওয়া।
জীবনের এই আনন্দের হাটেও বিষাদ লুকায়ে থাকে,
মায়ের আগমনের সুখে মিশেছে বিদায় দুখে।
বিজয়ার সুরে বেদনার তীরে, আঘাত করিছে বারে,
খুশির মাঝেও দুঃখের হাওয়া কেঁদে ওঠে অন্তরে।
দুঃখ ছাড়া আনন্দ জানি পূর্ণতা পায় না যে,
মনের উপলব্ধি দিয়ে তৃপ্তি নিয়েছি খুঁজে।
দুঃখ হলেও বাদ্যি বাজুক, বাজুক ঢাকের কাঠি,
বছর ঘুরে মায়ের আসার আনন্দ হবে না মাটি।
কষ্টে ভরা পৃথিবীর বুকে এতটুকু খুশি জাগে,
কিছুটা সময় উৎসবে মেতে কাটিয়ে দিতেও লাগে।
