মেহেন্দির রং
মেহেন্দির রং
নব বধুর মেহেদী রাঙ্গা হাতটি-
রেখে আমার হাতে, আজ কাটিয়ে দেব রাত!
আমি অপলক মুগ্ধ হয়ে দেখি-
ওগো প্রিয়তমা,তোমার মেহেদী রাঙ্গানো হাত!
কখন যে তুমি পাশে বসে- হাতটি হাতে রেখে,
গেয়ে ছিলে মধু কন্ঠের মধুর সুরে গান!
প্রেমের মৃদু বাতাস মনে দিয়ে ছিল দোলা,
তোমার গানটি শুনে আমার জুরিয়েছিল প্রাণ।
হাতের ওই মিষ্টি পরশে মধুময় আজ প্রেমের ভুবন,
বদলে নিয়েছে আমায়,দিয়েছে নতুন এক জীবন।

