STORYMIRROR

Nabanita Patra

Inspirational

4  

Nabanita Patra

Inspirational

মায়ের আগমন বার্তা

মায়ের আগমন বার্তা

1 min
589

মহালয়ার শুভ তিথি নিয়ে এল

মায়ের আগমন বার্তা,

সুনির্মল হলো মায়ের স্পর্শে ধরাতলের সত্ত্বা।


চারিদিকে প্রকৃতি নতুন রূপ ধরছে,

শরতের আকাশে পুঞ্জ পুঞ্জ মেঘ ভাসছে।


কাশ ফুলেতে ভরে উঠছে মৃত্তিকা,

নেচে নেচে তারা ছড়িয়ে দিচ্ছে পুজোর গন্ধের মধুরতা।


শিউলি ফুলের গন্ধে মাতছে বাতাস,

সবার মনে জাগছে এখন পুজোর উল্লাস।


সর্বনাশের খেলা এবার বুঝি থামবে,

মায়ের চরণ-কমল যখন ধরাতলে পরবে।


মায়ের আশিসে দূর হবে সব নিরাশা,

পাবে সবাই আবার নতুন করে বাঁচবার আশা।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational