মায়াবী দৃষ্টি
মায়াবী দৃষ্টি
যেই ছবিটা ভেসে ওঠে,
আমি আয়নার সামনে দাঁড়ালে,
সে-ই কি আমি?
কেন এতো চেনা লাগে,
সেই ছবি?
কেন যেন মনে হয়,
ভীষণ পরিচিত কেউ -
আমার-ই কেউ!
আমার প্রতিবিম্ব, ছায়ার মতো!
এবার আপনারাই বলুন,
যে এই কবিতাটি লিখছে,
সে কি ওই ছায়ার-ই ছায়া?
কে তাহলে মানুষ? আমি কে?
দুজনেই কি শুধু ছায়া?
দুজনের দৃষ্টিতে বুঝি শুধুই মায়া?
