মাটির আলতা ও অন্যান্য কবিতা
মাটির আলতা ও অন্যান্য কবিতা
তোমার এক'শ আটটা হৃদপিন্ডের কাছে
প্রতিদিন অক্ষম প্রনাম রেখে আসি।
দোয়াতদানির ভেতর তার অভুক্ত অস্থি।
আবিষ্কার করিলাম তাহার কোন কল্পনাদি নেই।
মায়াকোভোস্কিকে লেখা বকল্মা আজ করতলগত।
তার উপোস দিয়ে কেনা জ্যামিতি বক্স আর অপ্সরা পেন্সিল যৌথ খামারের অবৈতনিক সভ্য।
এই যে নির্বান্ধব কলম
ডুমুর গাছ আগে কেন আবিস্কৃত হলোনা।
যেমন হয়না মায়ের জন্ম আর
মৃত্যুদিন পালন।