Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Sharmistha Mukherjee

Tragedy Others

3  

Sharmistha Mukherjee

Tragedy Others

মাতৃত্বের পিছুটান🤰

মাতৃত্বের পিছুটান🤰

2 mins
144



রিক্তা আজ সত্যিই রিক্ত

সে আজ অপরাধী , 

সবার চোখে সে আজ

সংসার ফেরারি আসামি । 

সংসারের পিছুটান ছাড়িয়ে এসে

নিজের মতো ভালো করে বাঁচার পথই

আজ তাকে বেশ্যা, নষ্ট মেয়ে ছেলে

চরিত্রহীন , কামুক ইত্যাদি বলে

কিছু সংখ্যক মানুষের কাছে আখ্যায়িত । 


রিক্তা সত্যিই অপরাধী 

তার অপরাধ বলতে

ভালোবেসে ভালোবাসাকে

বুকের মাঝে বাঁধতে চাওয়া । 

কলেজ জীবনে অনেকের মাঝে

সেই মানুষটির প্রেমে পড়া , 

যার সে তেরো সংখ্যক প্রেমিকা । 

সেই মানুষটিকে একেবারে

নিঃস্বার্থভাবে ভালোবাসা , 

যার বহুগামিতায় 

কোনোরকম অনীহা ছিল না । 

হ্যাঁ, নিশ্চয়ই রিক্তা অপরাধী

সব জেনেও কেন ভালোবাসলো ? 


দিনের পর দিন নিত্যনতুন যন্ত্রনা

মুখ বুজে মেনে , চোখ বুজে শুধু

ভালোবাসাই রিক্তার অপরাধ । 


সেই ছেলেটির সাথে বিয়েও হোলো 

দুবছর পর জন্ম নিল

একটি ফুটফুটে পুত্র সন্তান , 

শ্বশুর - শ্বাশুড়ী - স্বামী - পুত্র

এই ছিল রিক্তার সংসারের পিছুটান । 


রিক্তার সংসার ? কি তা ? 

শ্বশুর - শ্বাশুড়ীর সেবা , 

স্বামীর সেবা , মদ্যপ অবস্হায় স্বামী ফিরলে

টেনে টেনে প্যান্ট খুলে হাফ্ প্যান্ট পড়ানো , 

ভেজা রুমাল দিয়ে মুখ মোছানো , 

ঠিক করে নেশার্ত শরীরটাকে টেনে

ভালো করে শুইয়ে দেওয়া , 

উপহারস্বরূপ বিশ্রী গালিগালাজ

আর গয়নাস্বরূপ প্রহার চিন্হ , 

এই ছিল তার কলেজ থেকে

চোখ বন্ধ করে ভালোবাসার অপরাধ । 


হ্যাঁ, সত্যিই রিক্তা অপরাধী । 

শ্বশুর বাড়িটিকে নিজের বাড়ি

আর শ্বশুর - শ্বাশুড়ীকে নিজের 

বাবা - মা ভেবে আপন করে নেওয়া, 

এইটা ছিল তার অপরাধ । 

দিনের পর দিন ভালো মানুষের

মুখোশের আড়ালে লুকিয়ে থাকা

ঐ মানুষগুলোকে একটু বেশিই

আপন ভেবেছিল সে , 

হ্যাঁ , এটাই রিক্তার অপরাধ । 


শ্বশুর আর স্বামীর কড়া নির্দেশ

রিক্তা চাকরি করতে পারবে না , 

তার দায়িত্ব সংসার করা , 

বাচ্চা মানুষ করা , 

বাড়ির একমাত্র বৌমার দায়িত্ব পালন । 

প্রতিদিন মুখ বুজে 

স্বামীর প্রহার জড়িত ভালোবাসা

আর পাঁচ রোজগারের ক্ষমতা নেই , 

কথা শুনে শুনে দিনযাপন

এই ছিল রিক্তার রোজনামচা । 


বুকের রক্ত দিয়ে একটু একটু করে

সেই সংসারকে আপন করা , 

হ্যাঁ , এটাই রিক্তার অপরাধ । 


রিক্তার অপরাধ ছিল

কলেজের থেকে ভালোবাসা মানুষটিকে

নিজের কাছে ধরে রাখতে চাওয়া , 

নিত্যদিন মুখ বন্ধ করে গঞ্জনা সহ্য করা

বাড়িতে ফিরে যেন আমার

মুখ দেখতে না হয় , 

ডিভোর্স নিতে হলে নেবে কিন্তু

ছেলেকে পাবে না । 

এইসব শোনাই ছিল রিক্তার কাজ । 


রিক্তা ভুলেই গিয়েছিল

যে সন্তানকে সে গর্ভে ধারণ করে , 

বুকের দুধ খাইয়ে , রাত জেগে

একটু একটু করে বড়ো করে তোলে , 

সেই সন্তান তার নিজের নয় , 

স্বামী আর শ্বশুরের বংশপ্রদীপ মাত্র । 


তাই এখন সে সন্তান সুখ বর্জিত , 

সংসার সুখ থেকে বঞ্চিত , 

বৌমার পদ থেকে উৎখাতিত , 

ডিভোর্সি পরিচয়ে পরিচিত । 


হ্যাঁ , দীর্ঘ বছর মুখ বুজে সব মেনে

যেদিন সে প্রতিবাদের ঝড় তুললো , 

সেদিন থেকেই সে সবকিছু থেকে বঞ্চিত । 


এক মা আলাদা হয়ে যায় নিজ সন্তান থেকে

আসলে স্বামীটি নিজেই নিজের যোনিতে

নিজ বীর্যস্খলন করে , 

নিজ গর্ভে দশমাস সন্তান ধারণ করে , 

প্রসবকালীন বেদনা সহ্য করে  

জন্ম দিয়েছে নিজের বংশপ্রদীপ , 

তাই সে সন্তান রিক্তার নয় , তার স্বামীর । 

কারণ , সন্তানের জন্মতো স্বামী দিয়েছে ! 


হ্যাঁ, প্রতিবাদী হওয়াই রিক্তার অপরাধ । 


সংসারের বন্ধন ছিন্ন করে 

আজ রিক্তা মুক্ত , 

কিন্তু তাও সে এখনও বেদনাকাতর

মা হয়েও মাতৃত্ব সুখ থেকে বিচ্ছিন্ন । 

বিবাহ বিচ্ছেদ হয়ে আজ সে

সবকিছুর পিছুটান থেকে নির্লিপ্ত , 

তবুও রয়ে গেল মাতৃত্বের পিছুটান । 


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy