☠️ নরকলোক
☠️ নরকলোক
চারিদিকে পূতিগন্ধময় আঁধার
পৃথিবীকে করছে গ্রাস ,
কেনো এই বিশৃঙ্খলা কে জানে ?
কোথা মোর চিত্রভানু , কোথা মোর শশধর
ঢালো তব কিরণসুধা
ধুইয়ে দাও সকল ত্রাস ।
ধীরে ধীরে আঁধার করো দূর
তোমাদের প্রোজ্জ্বল আলোক বিচ্ছুরণে ,
নাকে ধরছে জ্বালা , হৃদয়ে জমাট ভীতি
চারিপাশে দেখি শুধুই হানাহানি
পাহাড়সম গলিত নরমাংসের ঘ্রাণে ।
দিগ্বিদিকে চলছে তামাশা
ঘিরছে নিকষ কালো ভয়াল বাহুপাশে ,
মানুষে - সর্পে নাহি ভেদাভেদ
ধরিত্রী মাতা যেন দুধ - কলা দিয়ে পোষে !
চতুর্ধারে সাপ - সিঁড়ি খেলা
যতো তাড়াতাড়ি বেয়ে ওঠা যায় সিঁড়ি ,
ত্বরান্বিত হয়ে সদাই সর্পমুখে
শুধুই বিষাক্ত নীলাভ দেহের মেলা ।
বসুধায় আজ ভরছে পাপের কলসী
কে, কতোটুকু পূণ্য করছে জমা !
হায়! একি বিধাতার সৃষ্ট ধরাতল ?
হেথায় কেবলই প্রতিশোধ - প্রতিহিংসা
কোথাও নাই এতোটুকু ক্ষমা ।
হিংসা - দ্বেষের বিষধর সর্প নিয়ে
নিত্য চলছে খেলা এ মর্ত্যলোকে ,
যে স্বর্গরাজ্য গড়েছিলেন স্রষ্টা
আজ তা পর্যবসিত হয়ে চলেছে
অমানিশার নরকলোকে ।
