মাতৃক
মাতৃক
নদীর উছলান সমুদ্রের উছলান
সম্পর্কের আনচান বেঁচে থাকার টান।
পাথর ভেঙে ঝর্না উপচে গঙ্গার পবিত্রতা
জলের গভীর শীতল পানি সুখের উষ্ণতা।
শান্তির প্রান্তর জীর্ণ মন্দির পুণ্যি সরোবর
ধীর অধীর ভালো থাকার একটানা জ্বর।
পুরাতনী স্থাপত্যের টুকরো পাথর সভ্যতার
আবেগে জেগে ওঠা সন্তানসন্ততির কণ্ঠহার।
অনেক ধর্ম অনেক পুঁথি আর ভাষার বিধান
এক আকাশের তলায় বিভিন্ন রঙের ছাতায়
আঁকড়ে একই মাটি প্রসূতির আলোর বিহান।