STORYMIRROR

Abhijit Halder

Fantasy Inspirational

3  

Abhijit Halder

Fantasy Inspirational

মানচিত্র

মানচিত্র

1 min
159

মানুষের মানচিত্র পেতে

মনে হয় বিদ্রোহী সৈনিকের পোশাক জড়িয়েছি।


পোড়া মাটি হতে সুউচ্চ অট্টালিকা

যেভাবে দেখানো হয় মানচিত্রে

ঠিক সেভাবেই আবার কোনো এক সমুদ্রজন্মে

বিষাদের আঙুলে নতুন পৃথিবীর মানচিত্র হবে!

গাছভর্তি শূন্যতা দিয়ে নিষিদ্ধ পথে

ঈশ্বরের মতো হেঁটে যাওয়া বৈকি !

খুন করা মাকড়শার জাল রক্তের পিপাসু।



চলার পথ তিলোত্তমা নগরী।

মাউন্ট এভারেস্ট হতে সমুদ্রপৃষ্ঠ ক্রোধ

মানচিত্র তৈরি হয়েছে হৃদপিন্ডের ভিতর।

আলোকবর্ষ পথের মত দীর্ঘ যাত্রা

তবুও কঙ্কালের হাঁড়ে জীবনী কক্ষপথ

গোলার্ধ হতে গোলার্ধ।




যাযাবরের মতো এ জীবন

কিংবা পাখির মতো

যদি মানচিত্র হওয়া যেত , তবে

উঠে আসতো পৃথিবীর সমস্ত উপাদান।

এক মানচিত্র তৈরি হয়েছে বহির্জগতের বাইরে

আমরা মানুষ আসামী প্রত্যাঘাতে

সে মানচিত্র নির্লিপ্ত স্বপ্নবাজ জমিতে।।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy