মানবিকতা
মানবিকতা


কুয়াশা ঘেরা শীতের সকাল,
বোট বাঁধা জেটিতে ভটভট করে,
যাত্রীরা ব্যাজার মুখে ভাবে,
এই বুঝি হেলেদুলে বোটখানা ছাড়ে।
খেয়াঘাটের পাশে এক চা-ওয়ালা,
ছানাপোনা নিয়ে তরুণী মা-কুকুর ল্যাজ নাড়ে,
মেলে যদি এক আধখানা বিস্কুট,
খিদে মিটে মায়ের দুধের জোগান তবে একটুকু বাড়ে।
হঠাৎই আগন্তুক এক পাগল সেখানে,
কুড়োনো এক পাঁউরুটি হাতে নিজে খায় এক কামড় আর কুকুরের মুখে দেয় ছিঁড়ে।
মানবিকতার সাক্ষী হয়ে রইলো শীতের কুয়াশা ঘেরা সকাল।