STORYMIRROR

Sipra Debnath

Tragedy Action

3  

Sipra Debnath

Tragedy Action

মানা

মানা

1 min
157


আমার ভাবনাদের উল্লাস করতে মানা

তাদের উল্লাসে আমার আতঙ্ক ঝরে,

আপোষ করি বারে বারে

তবু ভাবনারা ছাড়ে না মোরে।

ভাবতে চাইনা কোন স্বর্গীয় মুহূর্ত

মন-মস্তিষ্ক উভয়েই বাদ সাধে,

বলে ভাবতে নেই

বলে এটা জীবন

রূপকথা নয়

বাস্তবে বাঁচো কল্পনায় নয়,

বলে কালের আচঁরের ক্ষত

আরো সইবি কতো

এ ব্যথার মলম যায় কি পাওয়া

কোথাও কিনতে?



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy