একটি মেয়ের কথা
একটি মেয়ের কথা
ও মেয়ে তুই আবার কেনো
ভালোবাসতে গেলি?
মনে নেই সেই প্রথমবারে
কেমন আঘাত পেলি!
ও মেয়ে তুই আবার কেন
খড় কুটো ধরিস ?
অপদার্থ পরজীবী
মরতে নাহি পারিস!
ও মেয়ে তুই ফিরলি বেচেঁ
কই মাছের জান।
বিকিয়ে দিলি আবার সে মন,
বাঁচবে না তোর মান!
ও মেয়ে তুই এইবারে তো একটু
নিজে একলা চলে দেখ।
অনেক ভালো থাকবি রে তুই,
নিজের ভালো দেখ!
ও মেয়ে, শুনবি না তো কথা?
সাজা তবে মিথ্যা জোরাজুরি
আমিও তো সত্তা নারী
ভালই বুঝতে পারি।
ও মেয়ে তুই জানিস
আমি আজও ভালোবাসি!
মরে গিয়েও চোখের দেখায়
আবার ফিরে আসি!
ও মেয়ে, শুনছিস কি তুই?
একি! গলায় দড়ি দিলি!
আমার মতই ঠকলি তো সেই -
আচ্ছা বেশ, আয়না বসে একটু কথা বলি।
