STORYMIRROR

Tanisha Pal

Tragedy Others

3  

Tanisha Pal

Tragedy Others

হয়তো কোনোদিন............

হয়তো কোনোদিন............

1 min
163

হয়তো কোনোদিন সারাটা ক্ষণ

তোর দিকে চেয়ে দেখিনি

তবুও একপলক তোকে দেখা 

যথেষ্ট ছিলনা তোকে বোঝানোর জন্য

ঠিক কতোটা ভালোবাসি তোকে


হয়তো কোনোদিন তোর কথা মাথায় এনে

তোকে উদ্যেশ্য করে প্রেমপত্র লিখিনি

তবুও মুখে বলা কথাগুলো কি যথেষ্ট ছিলনা

তোকে বোঝানোর জন্য

ঠিক কতোটা ভালোবাসি তোকে


হয়তো কোনোদিন আবেগের বশে 

তোকে জড়িয়ে ধরি নি

তবুও আমার করা যত্নগুলো কি যথেষ্ট ছিলনা

তোকে বোঝানোর জন্য

ঠিক কতোটা ভালোবাসি তোকে


হয়তো কোনদিন মুখ ফুটে বলিনি

তবুও তোর হাত যখন আমায় ছুঁয়ে যেত,

তুই নিজের ঠোঁটের স্পর্শ আমার ললাটে একে দিতিস

তখন আমি আবেগে তোর হাত খামচে ধরতাম

সেটাও কি যথেষ্ট ছিলনা তোকে বোঝানোর জন্য

ঠিক কতোটা ভালোবাসি তোকে


আর মুখে না বলা, চিঠিতে না বলা

চোখে চোখ রেখে না বোঝানো 

আদরের মাঝেও তোকে কোনোভাবে না বলা

রাগের মাথাতে বা হাজার ভুলের মাঝেও 

একবারও না চাওয়া কাজটাই করলি তুই

চলে গেলি ছেড়ে, দুর দুরান্তরে

যেখানে আর কোনোদিন তোকে কাছে পেতেই পারবো না!!

এতোটা নির্দয় তুই, এতটা নিষ্ঠূর !!


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy