হয়তো কোনোদিন............
হয়তো কোনোদিন............
হয়তো কোনোদিন সারাটা ক্ষণ
তোর দিকে চেয়ে দেখিনি
তবুও একপলক তোকে দেখা
যথেষ্ট ছিলনা তোকে বোঝানোর জন্য
ঠিক কতোটা ভালোবাসি তোকে
হয়তো কোনোদিন তোর কথা মাথায় এনে
তোকে উদ্যেশ্য করে প্রেমপত্র লিখিনি
তবুও মুখে বলা কথাগুলো কি যথেষ্ট ছিলনা
তোকে বোঝানোর জন্য
ঠিক কতোটা ভালোবাসি তোকে
হয়তো কোনোদিন আবেগের বশে
তোকে জড়িয়ে ধরি নি
তবুও আমার করা যত্নগুলো কি যথেষ্ট ছিলনা
তোকে বোঝানোর জন্য
ঠিক কতোটা ভালোবাসি তোকে
হয়তো কোনদিন মুখ ফুটে বলিনি
তবুও তোর হাত যখন আমায় ছুঁয়ে যেত,
তুই নিজের ঠোঁটের স্পর্শ আমার ললাটে একে দিতিস
তখন আমি আবেগে তোর হাত খামচে ধরতাম
সেটাও কি যথেষ্ট ছিলনা তোকে বোঝানোর জন্য
ঠিক কতোটা ভালোবাসি তোকে
আর মুখে না বলা, চিঠিতে না বলা
চোখে চোখ রেখে না বোঝানো
আদরের মাঝেও তোকে কোনোভাবে না বলা
রাগের মাথাতে বা হাজার ভুলের মাঝেও
একবারও না চাওয়া কাজটাই করলি তুই
চলে গেলি ছেড়ে, দুর দুরান্তরে
যেখানে আর কোনোদিন তোকে কাছে পেতেই পারবো না!!
এতোটা নির্দয় তুই, এতটা নিষ্ঠূর !!
