দুর্যোগ
দুর্যোগ
দুর্যোগ
সুশান্ত কুমার ঘোষ
এখন দারুণ দুর্যোগ
তৃষ্ণার সব জল ঘোলা ,
খাবারের সবখানে বিষ
ধ্বংসের সব দ্বার খোলা !
চারপাশে থৈ থৈ জল
ডানদিকে ধেয়ে আসে ঝড়,
বামদিকে আগুনের গিরি
পদতলে টলছে ভুধর ।
পশ্চাতে সুনামির ঢেউ
সম্মুখে ধসের আওয়াজ ,
চোখে শুধু তাণ্ডব নাচে
মস্তকে শিলা আর বাজ ।
এমন দারুণ দুর্দিনে
যুথগুলো জানি ভেঙে গেছে ,
তবু তো থাকবে কিছু বেঁচে
কাছে দূরে যে যেখানে আছে ।
দুর্যোগ আসে আর যায়
ক্ষণকাল তার পরমায়ু,
জীবন আগেও জেগে ছিল
সামনে অঢেল তার আয়ু।
