ভুলে যেও
ভুলে যেও
ভুলে যেও আমায়
মনে রেখে কি হবে।
ক্ষুদ্র কীটকে কে মনে রাখে
মন থেকে ঠিক মুছে যাবে।
বৃহৎ তো কেউ নই
যে মনে রাখবে।
গভীর আঘাতে মন মোর ক্ষিপ্ত
জানি না কবে তুমি বুঝবে।
যেদিন থাকবো না আর
সেইদিন হয়তো?
দুদিনের যাত্রী এই পৃথিবীর
মনে রাখে কে বলো তো।
সব শূণ্যতায় একদিন
ভরে যাবে তোমার আশপাশ।
হাহাকার করবে তুমি
পড়বে যখন মোর শেষ নিশ্বাস।
মানুষ চলে গেলে
স্মরণ করে আর কি হবে।
ভালবাসা যখন দিলেই না
মনে রেখে আর কী হবে?
----------------
