মাঝরাতের গল্প
মাঝরাতের গল্প
একদিন মাঝরাতে ভেঙে গেল ঘুম,
আঁধার শীতের রাত, নিশুতি নিঝুম।
আশেপাশে হাতড়ে টানা হলো ঘড়ি,
এলেবেলে তাড়াহুড়ে নীচে গেল পড়ি।
চোখ আর বোজেনা হাজারের চেষ্টায়,
গলাটা শুকিয়ে কাঠ পেয়ো জল তেষ্টায়,
হয়না তো ইচ্ছে লেপ খুলে নামতে,
জলের গেলাস দূর টেবিলের প্রান্তে।
গড়িমসি করে শেষে পাশ ফিরে শুই,
টেনে আনি পাশে রাখা গল্পের বই।
পা দিয়ে ঠেলে জ্বালি কামরার আলো,
চশমাটা জানতামই কাছে রাখা ভালো!
গল্পেতে নায়িকাটা পড়ছিলো বই
আমারই মতন, তবে খেতে খেতে খই।
তখনই যে ছুঁচো এসে পেটে ডন দেয়!
বিছানা না ছেড়ে আর দেখিনা উপায়!
অবশেষে উঠে পড়ি দিয়ে লেপ তুলে,
মাঝরাতে ঝুপ করে ঘুম গেছে চলে।।
