লুচি
লুচি
1 min
17.9K
হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন,
ফুলকো লুচি পড়লে পাতে
মন যে উচাটন।
বেলার গুনে হয় যদি বা
খেদি পেঁচি নুরজাহান
স্বাদে গন্ধে জীবে আসে
আনন্দেরই বান।
লুচির সাথে মন্ডা মিঠাই
সে তো আছে জানা,
পড়লে পাতে কেউ কখনও
করে না তো মানা।
ছোলার ডালে লুচি পেলে
খায় উদাস মনে
আলুর দমে লুচি দেখে
খোঁজে আপন জনে।
সুজির সাথে লুচির তরে
আসে ভগবান
মাংস লুচি এক সাথে খায়
বড় ভাগ্যবান।