STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Inspirational Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Inspirational Others

লড়াই

লড়াই

1 min
209

বিশ্বজুড়ে চলছে লড়াই, প্রতিপদে লড়ছে মানুষ,

বাঁচার জন্য,ক্ষুধার জন্য,খুঁজছে অধিকারের জোর। 

লাভ-ক্ষতির সমানে পাল্লা,অন্দরে বিষদাঁত,

মাংসে আপন,রক্তে দুশমন, হাঘরে পচাভাত,

শহর-গ্রাম,ধনী-গরীব, একে অন্যের সাথে ,

মুচি -মেথর, মূর্খ-পণ্ডিত, বিপদে হাত বাটে,

জোঁক-কেউটে খাচ্ছে কেড়ে, পায়ে তেল মাখিয়ে ,

করাতের মত দুদিকেই কাটে,স্বার্থ সর্বদা এগিয়ে,

বহুরূপী মুখোশধারী সর্বস্ব কাড়ে,

রাস্তায় রক্ত লাশের সাঁকো প্রতিটি দ্বারে,

প্রেমের পেয়ালা হারিয়ে গেছে , প্রলোভনে করে বশ,

লড়াই -এর আগুন জ্বলবে যুগযুগ, চেতনা থাকলেই ধস।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract