#lovelanguage
#lovelanguage
শুধু তুমি
একফালি জোছনা দিও আমায়,
চাই না চাঁদ,
সুখের আশ্বাসেই আমি খুশি
চাই না সুখ।
সারাজীবন থাকতে পারি
তোমার অনিমেষ অপেক্ষায়,
তোমার প্রতিচ্ছবি দেখি
সুদূর নীলিমায়।
ইচ্ছে গুলো যতই করুক
মনের মাঝে লুটোপুটি
না চাইলে তুমি, তা ভেঙে
করবো আমি কুটি।
আমার রং চটা হৃদয়ের
পুরোটা জুড়ে,
শুধু থাকবে তুমিই, আর
তোমার মনের ক্যানভাসে
যদিও আমি অনেক দূরে।

