STORYMIRROR

PIJUS SARKAR

Tragedy Others

3  

PIJUS SARKAR

Tragedy Others

লেখচিত্র

লেখচিত্র

1 min
182


ব্যারোমিটারের পারদ ঊর্ধ্বমুখী

হতাশা আর যন্ত্রণা সম্বল,

কলমের ডগায় কোথায় সেই

                 স্ফুরণ --

শব্দ-রা আজ নামছে ধর্মঘটে !

রিক্ততা শুধু তিক্ততার জন্ম দেয়

সুপারি কিলার জন্মায় শ'য়ে শ'য়ে

প্রবঞ্চনা-ই বাঁচার হাতিয়ার ।

ডোমের পদে আবেদন করে

            একশো ইঞ্জিনিয়ার !



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy