লেখা পড়া খেলা
লেখা পড়া খেলা


সকাল থেকে পড়ার খেলা, খেলার পড়া বাকি,
কখনো মা বল্লে না তো খেলার পড়ায় দিস নে ফাঁকি।
দিনরাতের গোলকধাঁধায় শুধুই লেখাপড়া,
বুঝতে পারিনা কখন যে দিন হয়ে যায় সারা।
ইচ্ছে করে পাড়ি দিই ঐ শুভ্র পারিজাত বনে,
ইচ্ছেডানায় মেলে দিয়ে ছু মন্তর এক ক্ষণে।
নিষেধের পাহাড় ভেঙে সাত সমুদ্র দিই পাড়ি,
মিঠে রোদকে বন্ধু করে, বাদলকে দিই আড়ি।
জগৎটাকি বই এর শুধু, বাংলা ,বিজ্ঞান, ইতিহাস,
রূপকথাদের রাজা রানী তাদেরই বা কোথায় বাস ?
বই এর চাপে, পড়ার ভারে দিন যদি যায় চলে,
কৈশোর কি হলো শুরু, শৈশবের দিন ভুলে !
বইই যদি মানুষ গড়ে, তবে শরীর গড়ে কে ?
খেলার সময় পাবো নাকি পড়ার কোনো ফাঁকে ?
সকাল থেকে বিকেল হলো সন্ধ্যে নামে নামে,
এখনো কি ছাড় পাবো না, আঁধার নামে গ্রামে।
খেলার বল ডাকছে মাঠে, ডাকছে সবুজ ঘাস,
ফুল,ফল,গাছ দুলছে হওয়ায়, দুলছে সাদা কাশ।
আজ যদি মা মাঠকে না চিনি, চিনবো আবার কবে ?
বলতে পারো বড়ো হয়ে কবে আমার পড়া সাঙ্গ হবে ?