লাল রঙ
লাল রঙ
তুমি কি খুব লাল রং ভালোবাসো?
কপালে লাল টিপ, পরনে লাল পাড় শাড়ি,
হাতের পলাও তো সেই লালেই।
ভালোবেসে পরি না, পরি শুধু নিয়মেই,
তুমি জানো না, এয়ো স্ত্রীর লক্ষন বাঁধা শুধু লালেতেই?
পুরুষের কোনো রঙের প্রয়োজন নেই, তার ঘরে বউ থাক, বা না থাক, সে আছে এক রঙেতেই।