বিকাশ দাস

Romance

3  

বিকাশ দাস

Romance

লাজ

লাজ

1 min
299


 ফাল্গুনী হাওয়াতে

হিয়া যে জড়াতে

বাউড়িয়া আজ জোস্নার দোলাতে।

হাত টুকু বাড়িয়ে একটু রেখো,

চোখ টুকু সরিয়ে একটু দেখো,               

আছি মজে আমি যে

তোমার সোহাগের আঁচে তোমারই ভালো বাসাতে।।


ফুল ফোটে জড়িয়ে তোমার হাতে,

সব গন্ধ ছড়িয়ে আকাশ রাতে,               

মরি লাজে আমি যে

তোমার চোখের মাঝে তোমারই ভুল ছোঁয়াতে।।


Rate this content
Log in