লাবণ্যে পূর্ণ প্রাণ
লাবণ্যে পূর্ণ প্রাণ
আমি গ্রীষ্মের ফুটিফাটা রোদ, বাতাসে রুক্ষতা;
কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ায়, ভুলে যাই নম্রতা |
আমার দাপটে জীবজগত খোঁজে আশ্রয় সুশীতল,
নাব্যতা হারা নদী পানে চেয়ে চাষীর চোখেতে জল |
আমি বর্ষার জলভরা মেঘ, নিরলস বারিধারা;
মাঠের সবুজ আমায় প্রত্যাশে, ভুবনে শান্তিধারা |
মেঘের গুরু গর্জন সাথে বৃষ্টির মাতামাতি,
নদী, পুকুরের ভরা জলে জাগে ভেকের মনেতে প্রীতি |
শরৎ আকাশে আমি মনোহর শুভ্র নীলার ছবি,
শিউলি ঝরা সকালের সাথী কাশ গুচ্ছেতে রবি |
সৌন্দর্যের মাধুরী ছড়ায়ে রৌদ্র ছায়ার খেলা,
স্নিগ্ধ বাতাস বার্তা বহিছে আগমনীর পালা |
হেমন্তের রুপালি রাতে রূপের মাধুরী বাণী,
পুলকিত মন খুশির আমেজে জোছনার সন্ধানী |
সবুজ ধানের শীষের উষনিসে চাষীর মুখেতে হাসি,
হালকা শীতল মোহময় বায়ু হৃদয়ে বাজায় বাঁশি |
শিশির সিক্ত দূর্বাঘাসে শীতল প্রাণের পরশ,
শীতের ছোঁয়ায় কাপে তনুমন, আগুন তাপেতে সাহস |
কুয়াশা চাদরে মুড়িয়ে যাওয়া শীতের সকাল শেষে,
মিষ্টি রোদের স্নেহশীল ছোঁয়া, তৃপ্তি সাগরে ভাসে |
পাতাঝরা গাছের প্রাণে বসন্ত আনে শোভা,
নতুন পাতায়, আমের মুকুলে উচ্ছ্বাসেরই প্রভা |
কৃষ্ণচূড়ার রূপ মাধুর্য্য, রাঙা পলাশের মেলা;
কুহু স্বরে আজ কোকিলের কথা, দখিন দুয়ার খোলা |
