কুঁড়ে রাজার অসুখ
কুঁড়ে রাজার অসুখ


সকাল থেকেই রাজা মশাই
আছেন ভীষণ রেগে,
রাতের বেলা ঘুম হয় নি
ছিলেন নাকি জেগে।
রানী মায়ের চিন্তা বড়ো
এ কোন রাজার অসুখ
হাকিম এলো বদ্যি এলো
চললো নানা রকম ওষুধ
তবু রাজা জেগে থাকেন
ঘুম আসে না তার,
সব ওষুধই বিফলে যায়
মানলো সবাই হার।
না ঘুমিয়ে রাজার শরীর
খুবই খারাপ হলো,
রাজ্যে এমন বদ্যি নেই
যে করবে এ রোগ ভালো।
পিটিয়ে ঢেরা ঘোষণা হল
অসুখ যে করবে নিরাময়
হাজারটা স্বর্ণ মুদ্রা
পাবে বিনিময়ে।
পরেরদিন এক তরুণ
এলো রাজার দ্বারে,
বললো হেসে রাজার এ রোগ
সেই সারাতে পারে।
রাজার কাছে গিয়ে তরুণ
বললো ফিসফিসিয়ে কানে,
রাজামশাই উঠলো বসে
তাকালো তার পানে।
বললো তরুণ সুস্থ হওয়ার
ওষুধ আছে বাগানেতে,
তবে সেটা পেতে আপনাকে
হবে নিজেই খুঁড়ে নিতে।
মন্ত্রী মশাই রাগলো ভীষণ
এ কেমন কথা,
রাজামশাই খুঁড়বে বাগান
লাগবে তার ব্যথা।
রানী মা রাজি হলেন
আগে সুস্থ হোক রাজা,
তারপরেতে দেখা যাবে
পরে দেওয়া যাবে সাজা।
রাজামশাই খুঁড়েই যায়
পায় না কোনো ওষুধ,
ক্লান্ত হয়ে নেমে আসে
তার দু চোখেতে ঘুম।
তরুণ বলে মৃদু হেসে
এ কোনো রোগ নয়
সারাদিন থাকলে বসে
এমনি তো হয়।