কথা
কথা


সব কথা থেমে গেলে তোমাকে ফিরতে হবে
সংশয়ের কাছে দিতে হবে কথা নিজের মুখোশ সরিয়ে
হাতের উপর হাত পড়িয়ে আবার বলার আবার শোনার বুকে আরো প্রেম আরো আনন্দ ।
সুদূর মরীচিকার প্রান্তরে তপ্ত বালুর ফাঁকে
সব আকাশ মেঘ অন্ধকার আলোর আবেগ
তেপান্তরের উৎসবের দিন হৃদয়ের পাকে ।
দূরবীনে কাছে পেলে মায়ার ছোপায়
কিন্তু খণ্ড খণ্ড আলোর ছায়ায় খোপায়
যন্ত্রণার দঙ্গল ভুলে ব্যথার শৃঙ্খল খুলে
উজার ভালোবাসার স্থিতি গাঁথার মগ্নতায় ছড়ানো ছিটানো বুকের অন্ধকারের জটলায়
খুঁজে নিতে হবে চোখের আলো দেয়াল তোলা বিরহের নিদান ভারে,জীবনের কাগজে
কথা জ্যামিতির মতো বহু রেখার টান
এক ভুলটান দিগন্তহারা ক্ষোভের বাণ
এই নাও
রাত্রির অতলে রেখেছি পুষ্পিত মালা
হারিয়ে যেতে সঙ্গোপনে হৃদয়ের অস্থিরতায়
এক দু’জনের পানে চেয়ে দুরন্ত শান্তির নন্দন শত শত বর্ষ পরেও থাকবে
খোলা আকাশের সরবতায় পৃথিবীর সবুজ ঝংকার
মৃত্যুর পায়ে অন্তর কাঁদলে হৃদয় নিরুপায় ।